চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগান সামনে রেখে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ৬টি প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে ৬টি বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এতে আইসিটি ও 4IR এর সমস্যা প্রস্তাবনা প্রত্যাশা,স্বাস্থ্যসেবার উন্নয়ন, জলবায়ু ও পরিবেশের নানা দিক পরিবর্তন,সরকারি সেবায় জবাবদিহিতা,শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও উন্নয়ন,সড়ক নিরাপত্তা জোরদার বিষয়গুলো সামনে এনে আলোচিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন,উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম,চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান,উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান,রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.মনিরুল ইসলাম, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির,রানীচড়া আদর্শ দাখিল মাদরাসার সুপার মো: মোশারফ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা শাখার যুগ্ম আহবায়ক আবুল কাশেম অভি, যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী সাজিদ আল আমিন সোহাগ।
বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।উন্নয়নের প্রতিটি সেক্টর তরুণদের সম্পৃক্ততা থাকতে হবে।তরুণরাই হবে আগামী বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন,চান্দিনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলমসহ আরও অনেকেই।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৪ হতে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” ঘোষণা করা হয়েছে।তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা,তরুণদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী,বিতর্ক প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা,তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা,স্যানিটেশন,হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ,ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিকপণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষয়ক কর্মশালা,ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা/পিঠা উৎসব/তারুণ্য মেলাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :