চান্দিনায় গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা


admin2 প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৫, ৩:০২ অপরাহ্ন /
চান্দিনায় গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা

মো. আবু সাঈদঃ

কুমিল্লার চান্দিনায় গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননী রুমি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার(৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামে পিতার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রুমি আক্তার মাইজখার ইউনিয়নের নয়াকান্দি গ্রামের দুবাই প্রবাসী মো. আবু মুছার স্ত্রী।

মেয়ের বাবা মুরাদ মিয়া জানান, সকালে দোকানে ছিলাম। আমার মেয়ের আত্মহত্যার কথা শুনে আসি, এসে আমার মেয়েকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।। অনেক চেষ্টা করেও দরজা খোলা সম্ভব হয়নি।পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,স্বামী প্রবাসে থাকায় ঐ মহিলা স্বামীর বাড়ি চেয়ে বাবার বাড়িতে বেশি থাকতো। পরে পাবনা জেলার এক ১৩ বছরের টিকটকার ছেলের সাথে পরকিয়া প্রেমে জড়ায়। গত ১ সপ্তাহ আগে ঐ ছেলের সাথে পালিয়ে যাওয়ায় বিষয়টা জানাজানি হয়ে যায় এলাকায়।পরে ঐ মেয়ের পরিবার অনেক খোঁজাখুঁজি করে গত শুক্রবার তাকে ঐ ছেলের কাছ থেকে বাড়িতে নিয়ে আসে ।সোমবার সকাল ১০টায় ঐ মহিলা তার বাবার বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করলেও বিকাল ৪ টায় লাশ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার উপ পরিদর্শক মো. শামীম হোসেন জানান, প্রবাসী মুছার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রুমি আক্তারের। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।ছোট সন্তানের বয়স দেড় বছর।বিকালে খবর পেয়ে গিয়ে রুমের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা জানান, পারিবারিক কলহের জের ধরে গঁলায় ফাঁস দিয়ে ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে পাঠানো হবে।