চান্দিনায় ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ


admin2 প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন /
চান্দিনায় ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ
অভিযুক্ত এমরান হোসেন।

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়াও মাটি কাটায় ব্যবহৃত ভেকু জব্দ করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এর নেতৃত্বে মাইজখার ইউনিয়নের পানিপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনী ও চান্দিনা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. এমরান তার গং নিয়ে পানিপাড়াসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন,যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে।কেউ প্রতিবাদ করলে সাঙ্গু পাঙ্গু দিয়ে তাদের শাসাতেন অভিযুক্ত এমরান।বৃহস্পতিবার স্থানীয় লোকজনের লিখিত আবেদন করলে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অভিযুক্ত এমরান কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০-এর ধারা ৪-(খ) ধারা ১৫(১) অনুযায়ী,পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করার অপরাধে এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন,অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।