চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ৩শত ৫০ জন অসহায় ও দুঃস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার (৪ জানুয়ারি) সকালে দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তৃতা করেন- মানবিক সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন- দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজহারুল ইসলাম, মাওলানা আরিফ হোসেন গোলাম রাব্বানী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মানবিক সোসাইটি বাংলাদেশ নবাবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার সভাপতি শফিকুল আলম মানিক, ৫ নং ওয়ার্ড সভাপতি খোকন মেম্বার, ৩ নং ওয়ার্ড সভাপতি মোতালেব হোসেন ফটিক, ৭ নং ওয়ার্ড সভাপতি মোরশেদুল আলম, ১ নং ওয়ার্ড উপদেষ্টা মো. নুরুল ইসলাম মিলিটারি প্রমুখ। উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ দিন ধরে অসহায় ও দুঃস্থদের বিভিন্ন অনুদান বিতরণসহ সামাজিক ও মানবিক কাজ করে আসছে।
আপনার মতামত লিখুন :