চান্দিনার মাধাইয়ায় অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শনে এলডিপি মহাসচিব


admin2 প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন /
চান্দিনার মাধাইয়ায় অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শনে এলডিপি মহাসচিব
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ ও এলডিপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে দলটির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানান। তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। এসময় ব্যবসায়ীদের পুনর্বাসনে দলটির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আবদুল সামাদ আড়তদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, এলডিপি নেতা আবুল বাশার, আবুল খায়ের, মনু মেম্বার, আমির হোসেন, ওমর ফারুক, আলী আজগর, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, গ্রীস প্রবাসী ছফিউল্লাহ, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, এলডিপি নেতা আবদুস ছাত্তার, ছফিউল্লাহ, মানিক, মামুন প্রমুখ।