চান্দিনায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


admin2 প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন /
চান্দিনায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আবু সাঈদঃ
কুমিল্লার চান্দিনায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি)  চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন  প্রিন্সিপাল তাজুল ইসলাম।
ক্রীড়া বিভাগের প্রধান ইলিয়াস উদ্দিন ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মো. জহিরুল ইসলাম এর যৌথ ব্যবস্থাপনায় এতে প্রায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।  ৪১ টি ইভেন্টে ১২৩ জন, ক্রিকেট প্রীতি ম্যাচের বিজয়ী ১১ জনকে ক্রেস্ট, মেধাবী ৬১ জন কৃতি শিক্ষার্থী এবং এবারই প্রথম যারা রোজা রেখেছে এমন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল তাজুল ইসলাম সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন,
“সুপ্ত প্রতিভার বিকাশে, শ্রেষ্ঠ হওয়ার মানসে
এগিয়ে যাও সাহসে, আসবে বিজয় আপসে”
এ শ্লোগানকে সামনে রেখে জিনিয়াস এমনভাবে কাজ করে যাচ্ছে যেন প্রতিটি শিক্ষার্থী দেশসহ সারা বিশ্বের কল্যাণে পারফেক্ট ভুমিকা রাখতে পারে। পরিশেষে কৃতি শিক্ষার্থী, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
এসময় অন্যান্যদের মাঝে আরো  উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লা আল মামুন,
মাসুদুর রহমান, আল মাহমুদ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সুমা রানী,শাহজালাল, মুন্না চক্রবর্তী, জেসমিন আক্তার, মানসুরা আক্তার, আরমান হোসাইন, নিগার সুলতানা নিঝুম, মোশাররফ হোসেন, ফারহানা আক্তার মুন্নি,ফয়সাল আহমেদ রাজিব, জামিলা আক্তার, নাসরিন আক্তার, মজিবুল বাশার, মাসুম আহমেদ প্রমুখ।