কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়। মাধাইয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৩ জন ব্যবসায়ীর মাঝে জনপ্রতি নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল ও একটি শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। এসময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে.এম. জামাল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, ইউপি সদস্য মো. কাউসার, মো. আল আমিন, মনু মিয়া, মো. সাইফুল ইসলাম, আবদুল বাতেন, সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম, নাসরিন আকতার, শাহানারা বেগম, বাজার ক্যাশিয়ার মো. মনির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :