আবু সাঈদঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরায় বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাড়েরা ইউনিয়নের অন্তর্গত সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪র্থ থেকে নবম শ্রেণীর ১৬০ শিক্ষার্থী অংশগ্রহন করেন। পরীক্ষা শেষে শিক্ষক,অভিভাবক ও পরীক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়। মান সম্মত শিক্ষা নিশ্চিত কল্পে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই তিন পক্ষের সমান ভূমিকা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
এতে আলোচনায় অংশ গ্রহন করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও বন্ধন ফাউন্ডেশনের সদস্যগণ।
বন্ধন ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মো. কবির হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আলাবক্স বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার, চিলোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৌফিয়া খানম, বাড়েরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, হাবিবুর রহমান, যুগোপযোগী স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন,ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মাস্টার রফিকুল ইসলাম, মোর্তুজা কামাল, মো. লোকমান হোসেন,রাকিবুল ইসলাম প্রমূখ।
বন্ধন ফাউন্ডেশন সভাপতি তার বক্তব্যে বলেন ফাউন্ডেশনের জন্ম সমাজে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার জন্য। ফাউন্ডেশনের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে তিনি আরো বলেন বর্তমান ঘুনে ধরা সমাজকে একমাত্র পরিবর্তন করতে পারবে শিক্ষিত জনগোষ্ঠী। তাই ছাত্র ছাত্রীদেরকে আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ গ্রহন করতে হবে সমাজে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ার মধ্য দিয়ে।
আপনার মতামত লিখুন :