চান্দিনায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


admin2 প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন /
চান্দিনায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর সহোদর বোন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়া সামছুল হক ক্বারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার, ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিক্সা চালক সুজন ও গৃহিনী শারমিন আক্তার দম্পতির দুই সন্তানই সামিয়া ও হামিদা। একই সাথে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় তারা।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের কোন এক সময়ে সামিয়া ও হামিদ খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সকাল ১০ পর থেকে তাদেরকে বাড়ি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের দেখে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে সামছুল হক ক্বারীর পুরো বাড়ি।
নিহত দুই শিশুর চাচা খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান- এ বিষয়ে এলাকা থেকে কেউ কিছু জানায়নি। সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এঘটনা অত্যন্ত দুঃখজনক।