চৌদ্দগ্রামে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন /
চৌদ্দগ্রামে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক মেজর মাহিন আলম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ইনচার্জ শাহাদাৎ হোসেন,চৌদ্দগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্ঠার অনিল চন্দ্র দেবনাথ, উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, পৌর বিএনপির আহবায়ক হারুনুর রশিদ মজুমদার , উপজেলা বিএনপির সহসভাপতি শাহাব উদ্দিন ফরায়জি লাল্টু, মাষ্টার নান্টু দেবনাথ, ডাক্তার তৌফিক হোসেন, শংকর মজুমদার ও বলরাম কর্মকার প্রমুখ।