নিজস্ব প্রতিবেদক;
ফোন পেয়ে রাতে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার ৪দিনেও খোঁজ মেলেনি কুমিল্লা সদরের আলেখারচর উত্তরপাড়া এলাকার তরুণ জিসান ওরফে সবুজের। বহু খোজাখুঁজি করে সন্ধান না পেয়ে সন্তানের খোজে দিশেহারা বাবা মা ও স্বজনরা। ভয়, অনিশ্চিতাও ও দুর্ঘটনার আশংকায় হন্যে হয়ে ঘুরছেন নানা স্থানে।সহায়তা চাইছেন জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের।
নিখোঁজ ১৮ বছর বয়সী তরুণ জিসানের পিতা জজু মিয়া জানান, আলেখারচর উত্তরপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। গত ২১ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টায় অজ্ঞাত কার ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার ৪দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছে না ছেলের। তিনি জানান, “একই এলাকার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল এর স্ত্রী দুই সন্তানের জননী ২৬ বছর বয়সী শান্তার সাথে গত ২/৩ মাস ধরেই বেশ শখ্যতা গড়ে ওঠে জিসানের। প্রেমের সম্পর্ক চলছিলো বলেও লোকমুখে শুনতে পান।। এ বিষয়টি জানার পর ছেলে এবং সোহেলের স্ত্রী শান্তা উভয়কেই সতর্ক করি। এরপরও নানা ভাবে ছেলের সাথে যোগাযোগ করে সোহেলের স্ত্রী, প্রায়ই নানা কাজে তাকে ডেকে নিত বাসায়। গত ২১ডিসেম্বর রাতের খাবার খাওয়ার সময় কেউ একজন ফোন করলে বাড়ি থেকে বেড়িয়ে যায় সবুজ। রাতে ফিরেতে দেরী হওয়ায় সবুজের ব্যবহৃত মুঠোফোন নম্বার ০১৬১৭২৭৫৯৭৯ এ ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে সকালে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে ছেলের সন্ধান না পেয়ে শান্তা ও সোহেলের কাছে জানতে গেলে তারা এবিষয়ে কিছু জানেনা বলে জানায়।”
ছেলের কোন সন্ধান না পেয়ে সন্তানের খোঁজে দিশেহারা তার মা ও পিতা জজু মিয়া। নিখোঁজের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন জানিয়ে বলেন দুর্ঘটনার আশংকাসহ অজানা উৎকন্ঠায় রয়েছেন তারা। সন্তানকে ফিরে পেতে জেলা পুলিশ সুপার, যৌথবাহিনী, র্যাব সহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহায়তা কামনা করছেন নিখোঁজ সবুজের অভিভাবক ও স্বজনরা।
এবিষয়ে কোতয়ালী থানাধীন নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের এসআই খলিল জানান, তদন্ত চলমান রয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ জিসানের সন্ধানে কাজ করছি।
আপনার মতামত লিখুন :