চান্দিনায় বাড়েরা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত


admin2 প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ১:১৮ পূর্বাহ্ন /
চান্দিনায় বাড়েরা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত
আবু সাঈদঃ
কুমিল্লার চান্দিনায় বাড়েরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে প্রথম অধিবেশনে কুরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আগত শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, বাচ্চাদের খেলাধুলা ও বিশেষ ব্যক্তিবর্গ  আলোচনা করেন।
দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয়ের শিক্ষকদের স্মৃতি চারণ, শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও পুনর্মিলনী- ২০২৪ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এম এ মুকতাদির হোসেন ও দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন, ২০ তম বিসিএস (শিক্ষা) অধ্যাপক মনিরুল ইসলাম, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গবেষণা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন খাঁন, বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাস্ট এভিপি আব্দুল হালিম মিয়াজি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।