চান্দিনায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে প্রোগ্রেস রিপোর্ট কার্ড বিতরণ উৎসব অনুষ্ঠিত


admin2 প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ন /
চান্দিনায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে প্রোগ্রেস রিপোর্ট কার্ড বিতরণ উৎসব অনুষ্ঠিত

আবু সাঈদঃ

কুমিল্লার চান্দিনায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে প্রোগ্রেস রিপোর্ট কার্ড বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ওই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল এর পরিচালনায় সহকারী শিক্ষক হাফেজ আরমান হোসাইন এর কুরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হয়। এতে বক্তব্য রাখেন অভিভাবক চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর সহকারী অধ্যাপক, নূর মোহাম্মদ সরকার

হারং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, প্রদীপ চন্দ্র দেবনাথ।

ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াস উদ্দিন, শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম সনিয়া।

ইংরেজি প্রেজেন্টেশন দেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার।