আলেমদের সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে – কুবি উপাচার্য 


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১:২১ অপরাহ্ন /
আলেমদের সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে – কুবি উপাচার্য 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেছেন, আলেমদেরকে যুগের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। এখনকার যুবক-যুবতীরা সারা বিশ্বে কি হচ্ছে তা দেখতে পাচ্ছে। সেজন্যে যারা বক্তা, যারা দ্বীনের জ্ঞান রাখেন আপনাদেরকে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। সমাজের যুবক যুবতীদেরকে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে সচেতন করতে হবে।

বুধবার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

উপাচার্য আরো বলেন, ১৭৫৭ সালে ইংরেজরা যখন এ দেশ দখল করে তখন এ মাটি থেকে  ইসলামকে নিশ্চিহ্ন করার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। তারপর থেকে আলেমগন ছোট ছোট দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে লুকিয়ে, কখনো আলেমদের বাড়িতে দ্বীনি শিক্ষা বজায় রেখেছিলেন। আলেমগন গত ১৬ বছর চরম অত্যাচার সহ্য করেছে। 

মাদ্রাসাটির ৭৫ বছর পূর্তি উৎসবে অংশ নেয় প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী কালাকচুয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই এসোসিয়েশন এ পুনর্মিলনীর আয়োজন করেন।

পুনর্মিলনীয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের মূল স্পিরিট দেশে সততা নিষ্ঠা ও বৈষম্যহীনতার মাধ্যমে একটি জাতি গঠন ও পরিচালনা করা। সে লক্ষ্যে এই মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্ররা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। 

কালাকচুয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাইশ দরবার শরীফের হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, হাজী জসিম উদ্দিন, কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ডঃ মোঃ মোবারক হোসেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কালাকচুয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন হায়দার, গভর্নিং বডির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদিন, মোঃ মোস্তাক আহম্মেদ, দাতা সদস্য মোঃ হুমায়ুন কবির, এলামনাই এসোসিয়েশন এর সভাপতি  মাওলানা হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, কুমিল্লা জেলা জজ আদালতের জিপি (অতিঃ) এডভোকেট মোঃ এরশাদুর রহমান, ঢাকা মদিনা ট্রাভেলস এর চেয়ারম্যান মাওলানা মফিজুল ইসলাম,  ঢাকা এগ্রো ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল বারী, কালাকচুয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সদস্য মাওলানা মোঃ আব্দুল লতিফ, মাওলানা আলী আজম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক  শিক্ষার্থী আবু বকর সিদ্দিক নাসিম, বিশিষ্ট সাংবাদিক আবু মুছা, এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও কুমিল্লা জজ কোর্টের এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম। বক্তারা দ্বীন ই শিক্ষা প্রচার প্রসারে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম আসাদ আলী মুন্সী ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন র. এর অবদান স্মরন করেন।

প্রতিষ্ঠানের ৭৫ বছর পুর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনর্মিলনীটি ছিল  আনন্দে উৎসবমুখর। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দেশ বরেণ্য ইসলামি সঙ্গীতের শিল্পীবৃন্দ।