চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতার বিতর্কিত মন্তব্যে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতিনিধি এক বৈঠকের আয়োজন করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।
বৈঠকে উপস্থিত ছিলেন হাটহাজারী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। তিনি বলেন,
“আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা হলাম জমিদার। জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, আমরা জনগণ নিয়ে যা ব্যবস্থা করা দরকার করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জোবরা গ্রামের কাউকে যেন গ্রেফতার না করা হয়।
এই বিতর্কিত বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তাদের কাছে এটি প্রশাসনিক অঙ্গনের স্বাধিকার ও স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে ধরা পড়ে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানান।
একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন,
“বিশ্ববিদ্যালয় আমাদের জ্ঞানার্জনের স্থান, কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা কারো দয়ার ওপর নির্ভরশীল নই।”
তবে এখন পর্যন্ত এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন মতামত জানায়নি।
চবি প্রতিনিধি:মোঃ শিমুল ইসলাম
আপনার মতামত লিখুন :