প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ উপেক্ষা, সঙ্গীত শিক্ষক নিয়োগে আজহারীর নিন্দা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন /
প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ উপেক্ষা, সঙ্গীত শিক্ষক নিয়োগে আজহারীর নিন্দা

নিজস্ব প্রতিনিধি:
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক মিজানুর রহমান আজহারী।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”

আজাহারী আরও লেখেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক না থাকা অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ দেওয়া স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী।

তিনি উল্লেখ করেন, অভিভাবকরা চান তাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধ সুরক্ষিত থাকুক। তাই ইসলাম শিক্ষার উন্নয়নে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।