নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে এক পরিবারের ইসলাম গ্রহণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় বৈদ্দিরখিল এলাকায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
ইসলাম গ্রহণকারীর নাম শিমুল সাহা। তিনি দীর্ঘদিন ধরে পেশায় একজন সেলুন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন মোহাম্মদ আবিদ উল্লাহ।
শুধু তিনি নন, তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেও ইসলাম গ্রহণ করেছেন। সর্বমোট পাঁচজনের এই পরিবার নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মীয় জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।
তাদের বর্তমান ঠিকানা জামে মসজিদ রোড, বৈদ্দিরখিল, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের সিদ্ধান্তকে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন।
ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পরিবারটি এখন নতুন পরিচয়ে জীবনযাত্রা শুরু করেছেন। তারা জানিয়েছেন, ইসলাম ধর্মের প্রতি আস্থা ও শান্তির জীবন যাপনের প্রত্যাশা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
আপনার মতামত লিখুন :