আবু সাঈদঃ
কুমিল্লা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধা ৭টায় নগরীর আই টি কনভেনশন হলে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মুফতি আবু জাফর মোহাম্মদ সালেহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাওলানা শফিকুল আলম হেলাল।
প্রতিষ্ঠানের ইনর্চাজ সাকিব আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, কাসেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নাইমুল ইসলাম, বংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, নিশ্চিন্তপুর কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা এ এস এম ফখরুল ইসলাম, কুমিল্লা কমার্স কলেজ অধ্যক্ষ হুমায়ূন কবির মাসুদ, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনিক সম্পাদক মুফতি আবু শোয়াইব বিল্লাহ, তাহযীবুল উম্মাহ শিক্ষা পরিবার চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার, কুমিল্লা আইডিয়াল মাদরাসা প্রধান উপদেষ্টা শেখ আহমেদ, জামিয়াতুস সালাম মাক্কিনগর মাদরাসার মুহতামিম মাও: আব্দুস সালাম শরাফতি, আল আজহার জামেয়া ইসলামিয়া বাংলাদেশ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস মিয়া, প্রতিষ্ঠানের উপদেষ্টা আনোয়ার হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন মাও: মাসুম বিল্লাহ, শায়েখ আব্দুল্লাহ আল মামুন মুস্তফী হাফেজ মাওলানা ফারুক আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :