নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ২য় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। শেষ রাউন্ডে তিনি সাজিদ বিন জাহিদকে পরাজিত করে ৮ খেলায় ৭.৫ পয়েন্ট সংগ্রহ করেন।
সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে আবু হানিফ রানার্সআপ হয়েছেন। অপরদিকে ৬.৫ পয়েন্ট অর্জন করে টাইব্রেকে তৃতীয় হয়েছেন মাঈনুদ্দীন আহমেদ, চতুর্থ হয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদ, পঞ্চম দিব্য দাশ এবং ষষ্ঠ হয়েছেন সাইফ। এছাড়া ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ইফতেখার আলম, অষ্টম আবদুল হান্নান, নবম রুম্মান রশীদ এবং দশম স্থান অর্জন করেন আহমেদ মজুমদার।
বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন—অনুর্ধ্ব-৮ বিভাগে আইলান তাজওয়ার, অনুর্ধ্ব-১০ বিভাগে নাজিফ নিয়াজ, অনুর্ধ্ব-১২ বিভাগে সুরিদ দে, অনুর্ধ্ব-১৪ বিভাগে আহনাফ ঈসান, অনুর্ধ্ব-১৬ বিভাগে আবিদ মাহাদী, অনুর্ধ্ব-১৮ বিভাগে অর্নব দত্ত এবং মহিলা বিভাগে তাসপ্রিয়া প্রিমা।
২২ আগস্ট শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. ইয়াহিয়া আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাবা অর্গানাইজার মাহমুদা মলি, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সায়মা আলম, আন্তর্জাতিক দাবা বিচারক প্রকৌশলী এস এম তারেক। দাবা ক্লাবের সভাপতি তানজিলা তুর নুরের সভাপতিত্বে এবং তৌকির আনোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিপিএ সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আবদুল মালেক, যুগ্ম সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে সারাদেশ থেকে ১৩৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ৫ জন টাইটেলধারী ও ৮৮ জন রেটেড খেলোয়াড়। ৫ রাউন্ড শেষে পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন আবু হানিফ, ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমন ও মোহাম্মদ ইফতেখার আলম।
টুর্নামেন্টে চিফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক। তাকে সহযোগিতা করেন ডেপুটি আরবিটার নুরুল আমিন ও আরবিটার তানজিলা তুর নুর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :