নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। চবি মেডিকেল সেন্টারের তথ্যমতে প্রায় ১,৫০০ শিক্ষার্থী সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা পারভীন জানিয়েছেন, হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, এর মধ্যে ২ জনকে আইসিইউতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের অধিকাংশই মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। অনেকে কেটে যাওয়া, রক্তক্ষরণ ও ভাঙাচোরা ধরনের ইনজুরিতে ভুগছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিকিৎসক দল জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :