নিজস্ব প্রতিনিধি:
বর্তমান সময়ে সাইবার অপরাধ, ফেসবুক হ্যাকিং ও অনলাইন প্রতারণা আমাদের দৈনন্দিন জীবনের উদ্বেগজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন এক চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকার তিন তরুণ এগিয়ে এসেছেন ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় এক উদ্যোগ নিয়ে। তারা গড়ে তুলেছেন একটি সাইবার নিরাপত্তা সংগঠন—“Bangladesh Cyber Defeat”।
এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন মোঃ সিপাত আজি। তাঁর সঙ্গে আছেন মোঃ আরফান জুয়েল ও মোঃ হৃদয় হোসেন। এই তরুণ দলটি মূলত কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে। তাদের সেবার মধ্যে রয়েছে—হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, রিপোর্টের কারণে বন্ধ হওয়া পেইজ রিকভারি, ফেক আইডি শনাক্ত ও প্রতিরোধ, অনলাইন প্রতারণা রোধ, পেইজ ভেরিফিকেশনে সহায়তা ইত্যাদি।
মোঃ সিপাত আজি বলেন, “প্রতিদিন অসংখ্য মানুষ সাইবার নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। ইতোমধ্যে অনেক ব্যবহারকারী আমাদের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”
সহযোগী সদস্য মোঃ হৃদয় হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে—গ্রামের সাধারণ মানুষকেও অনলাইনে নিরাপদ রাখা। কারণ এখন ফেসবুক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি অনেকের জীবিকা, ব্যবসা ও পরিচয়ের মাধ্যমও। তাই এর নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি।”
বর্তমানে “Bangladesh Cyber Defeat” শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন জেলা থেকেও সেবা দিচ্ছে। ভবিষ্যতে এই সেবাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন তারা।
তিন তরুণের এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের ডিজিটাল নিরাপত্তা খাতে এক গুরুত্বপূর্ণ সংযোজন। একই সঙ্গে এটি তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করবে এবং একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
আপনার মতামত লিখুন :