চান্দিনায় ড্রেজারে মাটি উত্তোলনের কারণে ঝুঁকিতে কৃষি জমি


admin2 প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১:১৫ অপরাহ্ন /
চান্দিনায় ড্রেজারে মাটি উত্তোলনের কারণে ঝুঁকিতে কৃষি জমি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেদারসে চলছে ড্রেজারে মাটি ও বালি উত্তোলনের কার্যক্রম। স্থানীয় কতিপয় অসাধু ব্যবসায়ীরা কৃষি জমি সহ ডোবা, খাল এবং মৎস্য প্রকল্প থেকে ড্রেজারের মাধ্যমে কৃষি জমির উর্বর টপ সয়েল, বালি, পলিমাটি উত্তোলন করে চলেছেন। সময়ে সময়ে এসব বিষয়ে প্রশাসনকে জানালেও কার্যত কোন স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
এবার এবিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার নাজিরপুর গ্রামের ৫ জন কৃষক। গত রবিবার (২২ ডিসেম্বর) ওই অভিযোগ দায়ের করেন তারা। তবে বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
তারা অভিযোগ করেন একই গ্রামের মৃত আবুল কাশেম মোল্লার ছেলে মো. নাছির উদ্দিন এবং নাছিরের ছেলে মো. নাজমুল হাসান সহ ১০-১২ জন লোক ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে যাচ্ছে। পাশেই ওই কৃষকদের জমি রয়েছে। ফলে তাদের কৃষি জমিগুলো ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরী হয়েছে। গত ১৯ ডিসেম্বর কৃষকরা ড্রেজার পরিচালনাকারীদের বাঁধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে কৃষকদে মারার জন্য ধাওয়া করেন।
নাজিরপুর গ্রামের মৃত সালেহ আহমেদ এর ছেলে অভিযোগকারী মো. আব্দুল মালেক জানান, তারা কম দামে কৃষকদের জমি কেনার ফন্দি করছেন। কৃষকদের জমিগুলোতে ভাঙন দেখা দিলে কম দামে জমি বিক্রি করতে হয়। এ রকম ফন্দি ড্রেজার মালিক দুষ্কৃতকারীরা ইচ্ছে করে তৈরী করেন।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হুদা জানান, এসব বিষয়ে ইউএনও বা এসি ল্যান্ড মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে পদক্ষেপ নিয়ে থাকেন। আমরা তাদের যে কোন অভিযানে সহযোগিতা করে থাকি। এই অভিযোগের বিষয়েও অভিযান হলে আমরা সহযোগিতা করবো।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন- অভিযোগ পেয়েছি। এমন অনেকগুলো অভিযোগ রয়েছে। আমরা দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করবো।