নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সংগঠনের কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে নানা কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান কুমিল্লা নিউজকে জানান, দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা, নগরীর ২৩নং ওয়ার্ডে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় হতদরিদ্রের চিকিৎসা সেবা প্রদান করা হয়। নগরীর ২৭নং ওয়ার্ডে ৭১ ও ২৪ এর শহিদদের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন। বিকেলে নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে ৭১ ও ২৪ এর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।
একই সময় শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং রাতে এতিমখানার শিশুদের মাঝে খাবার সরবরাহ করা হয়। দিনভর নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে ব্যস্ত সময় অতিবাহিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে স্বৈরাচার প্রতিরোধে আন্দোলনে যোগদান করেছেন। কারণ মানুষ মনে করে তরুণ নেতৃত্ব দেশের পরিবর্তন আনতে সক্ষম। তাই আমরা গতানুগতিক কর্মসূচির পরিবর্তে জনগণকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি।
কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, দেশের পরিবর্তনে প্রতিটি ভালো কাজের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে। আমরা জনসাধারণের হৃদয়ের মনি কোটায় জায়গা করে নিতে চাই।
আপনার মতামত লিখুন :