তরুনদের মধ্য থেকে বিশ্বমানের নেতৃত্ব তৈরী করতে হবে- সমন্বয়ক তরিকুল


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ১:৪২ পূর্বাহ্ন /
তরুনদের মধ্য থেকে বিশ্বমানের নেতৃত্ব তৈরী করতে হবে- সমন্বয়ক তরিকুল

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম বলেছেন, তরুনদের মধ্য থেকে বিশ্বমানের নেতৃত্ব তৈরী করতে হবে। ড. ইউনুসের মত আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন নেতৃত্ব তৈরী করবে যারা শুধু দেশ নয় বিশ্বকে নেতৃত্ব দিবে।

আমাদের প্রতিটি ছাত্রকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। রাষ্ট্র সম্পর্কে আমাদের জ্ঞান দরকার। রাষ্ট্র সমাজ সম্পর্কে তৃণমূলের রাজনৈতিক কর্মীদের জ্ঞান দেয়া হয়না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঠচক্রর মাধ্যমে আপনাদের জ্ঞান আরও বিকশিত হবে। দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কর্মকাণ্ডে হাত দিয়েছে। 

শুক্রবার বিকেলে কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে “৩৬ জুলাই; গণ-অভ্যুত্থানের আকাঙ্খা ও তারুণ্যের চিন্তা” শীর্ষক পাঠচক্রে তিনি একথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত পাঠচক্র ও পরিচিতি সভায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনায়ক তরিকুল ইসলাম। 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শুধুমাত্র কুমিল্লা থেকে শহীদ হয়েছে ৩৫ জন। একটি পরিবর্তিত বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছে। জুলাই গনহত্যাকারীদের বিচার করতে যদি পাঁচবছর সময় লেগে যায় তাহলে কি আমরা ন্যায়বিচার পাব? আমরা দ্রুততম সময়ে খুনীদের বিচার চাই । 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানের সভাপতিত্বে পাঠচক্রে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য নাঈম আবেদীন, কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক মোস্তফা জিহান ও মূখপাত্র জাবেদ ভুঁইয়া প্রমুখ।