আবু সাঈদঃ
কুমিল্লার চান্দিনায় ইসলাম, দেশ ও মানবতার মুক্তির লক্ষে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবিতে গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়ন শাখা। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাঐ উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাইজখার ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, প্রধান বক্তার বক্তৃতা করেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাইজখার ইউনিয়ন সেক্রেটারি এইচ এম শাহ জালালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সহ সভাপতি আ ম ম উবায়দুল হক।
সমাবেশে অন্যান্যদের মাঝে আরো বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, সহ সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা জাকির সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইজখার ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আবুল হাসেম, ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জুবায়ের খান ফরাজী, ইসলামী যুব আন্দোলন মাইজখার ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :