নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের উদ্যােগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় ইউনিয়নের মির্জানগর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন,গত সাড়ে ১৫ বছরে সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে জামায়াত ইসলামী। দলের শীর্ষ ১১ নেতাকে জুডিসিয়াল কিলিংয়ের (বিচারবহির্ভূত হত্যা) মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জেলে তিলে তিলে নেতাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
চেয়েছিল আমাদের নেতারা যেন প্রাণভিক্ষা চান। কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করেননি। শুধু তাই নয়, অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের ওপরই জুলুম নেমে এসেছে।
তিনি বলেন, এখন জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সব দল তার নিজস্ব জায়গা থেকে রাজনীতি করবে। বিবেকের তাড়নায় যা বলার তা বলবে, সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে। আবার এ সরকার যেন সংস্কারের কাজগুলো সঠিকভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। এভাবে ভারসাম্যপূর্ণ রাজনীতির মধ্যে দিয়ে সবাই এগিয়ে যাক। দল-মত ভিন্ন থাকবে এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনিত বরুড়া সংসদীয় আসনের প্রার্থী ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা জেলা প্রধান সমন্বয়ক মু. আবু রায়হান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ন-আহবায়ক আল আমিন। কুমিল্লা মহানগরী জামায়াতে সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল,
আগানগর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বরুড়া উপজেলা জামায়াতের আমীর মাও: শাহাদাত হোসাইন,
অধ্যাপক মফিজুল ইসলাম, অধ্যাপক শাহ জালাল,মাষ্টার মফিজুল ইসলাম, মাওঃ আবুল কাসেম, মাও: জাকারিয়া,মোঃ আনোয়ার হোসাইন,খোরশেদ আলম পাটোয়ারী, মোঃ নাজমুল হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :