মাহফুজ বাবু;
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র উদ্যোগে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসময় একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এছাড়াও ২ মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ১৮ ডিসেম্বর ভোর ৫টা থেকে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ, কাস্টমস ও জেলা প্রশাসনের সদস্যগন অভিযানে অংশগ্রহণ করেন ।
জেলা সদরের কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বাড়ি ও আখড়ায় একযোগে সাঁড়াশি অভিযান চালায় টস্কফোর্স । অভিযানে ১০০পুড়িয়া গাঁজা সহ ধর্মপুর শাহআলম মেম্বার বাড়ির মৃত মনজিল মিয়ার স্ত্রী, মাদক ব্যবসায়ী শাফিয়া আক্তার(৫৭) কে হাতেনাতে আটক করা হয়।
এছাড়াও, ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে একই এলাকার আমির হোসেন এর ছেলে জাকির হোসেন(৪২), ও হারুন মিয়ার ছেলে আমান হোসেন (৪০) কে আটক করা হয়। নিজেদের দোষ স্বীকার করার মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাদাৎ হোসেন আটককৃত জাকির হোসেন কে ৩ মাস এবং আমান হোসেন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গাঁজা সহ আটক শাফিয়ার আক্তারের বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :