চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন সভাপতি- রণবীর, সাধারণ সম্পাদক- মাসুদ


admin2 প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন /
চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন সভাপতি- রণবীর, সাধারণ সম্পাদক- মাসুদ

আবু সাঈদঃ

কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।

এতে সভাপতি হিসেবে কালের কন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ হাসান এবং কুমিল্লা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আখতার হোসাইন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদ হাসান।

নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. মোশারফ হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাও. আবুল হাসেম, ইসলামী আন্দোলন কুমিল্লা উত্তর জেলা শাখা সভাপতি মাও. সাইফুল ইসলাম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি, গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি এম এ জামান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. আবু বকর ছিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল প্রমুখ।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির কাজী এনামূল হক ফারুক জানান- ৫টি পদের নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক সপ্তাহের মধ্যে সকল সদস্যদের নিয়ে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে। ওই কমিটি আগামী ২ বছরের জন্য চান্দিনা প্রেস ক্লাব পরিচালনা করবে।