নিজস্ব প্রতিনিধি:
‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং মানুষের কণ্ঠস্বর। দায়েত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতাই পারে রাষ্ট্র ও সমাজকে বদলে দিতে। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কালের কণ্ঠ যেভাবে এগিয়েচলেছে, তা গণমাধ্যম জগতে একটি ইতিবাচক দৃষ্টান্ত ইতি মধ্যে স্থাপন করেছে। আগামীতেও কালের কণ্ঠ দেশ, সমাজ ও গণতন্ত্রের পক্ষে সত্য প্রকাশে অবিচল থাকবে।’
আজ রবিবার (১৮ জানুয়ারি) কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়েপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সংবাদ পরিবেশনের ধরন বদলেছে। তথ্যের প্রবাহ বেডেছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে বিভ্রান্তি ও গুজব। এই বাস্তবতায় দায়েত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। সেজন্য সত্য যাচাই, তথ্যের নির্ভুলতা এবং পেশাগত সততা রক্ষা করাই সাংবাদিকের সবচেয়েবড় শক্তি। কালের কণ্ঠ এসব জায়গায় নৈতিকতার পরিচয় দিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে।
বক্তরা আরও বলেন, কালের কণ্ঠ কুমিল্লার নেতিবাচক খবরের পাশাপাশি, ইতিবাচক খবরগুলিও প্রকাশ করে আসছে। যার প্রভাব ইতিমধ্যে আমরা কুমিল্লার শহর ও গ্রামে দেখেছি। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের প্রতিও তারা সমানভাবে গুরুত্ব দিয়ে সংবাদ প্রশাকাশ করছেন। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।
কালের কণ্ঠ কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারীর ও চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল বাশার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসাইন, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, সুজন কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ ।
বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, মানবাধিকারকর্মী আলী আকবর মাসুম, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ জিতু, একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, যমুনা টিভির খোকন চৌধুরী, দৈনিক শিরোনামের মোতাহার হোসেন মাহবুব, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, আজকের পত্রিকা ও বাসসের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ায়ার হোসাইন আকাঈদ, গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনি, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাউছার আলম সোহেল, কালবেলার আতিকুর রহমান, আবু জাফর সালেহ, জিটিভির মহিন উদ্দিন, আজকের জীবনের নেকবর হোসেন, জাগোরণী টিভির আশিকুর রহমান, আরটিভির জহিরুল হক বাবু, বাসসের কামরুল হাসান, প্রথম আলোর জুয়েল রানা, মাইটিভির জসিম উদ্দিন, আকাশ টিভির মহিউদ্দিন, কুমিল্লা নিউজের আব্বাস আলী, সাংবাদিক মো. সাফি, নয়া দিগন্তের ফাহিম মুনতাছিম, কালের কণ্ঠের দেবীদ্বার প্রতিনিধি আতিকুর রহমান বাশার, লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান দুলাল, দাউদকান্দি প্রতিনিধি মো. ওমর ফারুক মিয়াজী, বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, মনোহরগঞ্জ প্রতিনিধি সাহাদাত হোসেন।
কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বসুন্ধরা শুভ সংঘের কুমিল্লা জেলা শাখার পক্ষে আহমদ সিফাতুল্লাহ যায়িম, নাঙ্গলকোট উপজেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিশুর আনন্দ শিক্ষাঘর’র পক্ষে পরিচালক মো. রফিকুল ইসলাম সোহেল, লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষে প্রতিষ্ঠাতা কাউছার আলম সোহেল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাহিত্য সংগঠন ক্যাম্পাস বার্তার পক্ষে জানান আবু সাঈদ ও তামিম হোসেন, ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির পক্ষে হাসিবুল ইসলাম সজিব, রাকিব হোসেন ও নুসরাত জাহান মীম।
আপনার মতামত লিখুন :