এইচ.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা বরুড়া উপজেলায় টানা ৬০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩ জন শিশু- কিশোরকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ৩ নং উওর খোশবাস ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের বগাবাড়িয়া দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদে মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরুস্কারপ্রাপ্তরা হলেন ; মোঃ কাউসার, মোঃ আব্দুল্লাহ মোঃ আরিফুল ইসলাম তারা সবাই বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুরস্কারপ্রাপ্ত কিশোর আরিফুল ইসলাম বলেন , “এ প্রতিযোগিতা আমাদের নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।”
এই উদ্যোগের জনক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, শিশু-কিশোরদের নিয়মিত নামাজে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ৩ জনকে সাইকেল উপহার প্রদান করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে” ইনশাআল্লাহ”
মসজিদটির ইমাম ও খতিব হাফেজ জাহিদুল ইসলাম মোল্লা বলেন ; এ ধরনের উদ্যোগ সমাজের প্রতিটি এলাকায় গ্রহণ করা হলে শিশু-কিশোররা নামাজে অনুপ্রাণিত হবে। পাশাপাশি সমাজ থেকে অন্যায়, অপরাধ প্রবণতা ও কিশোর গ্যাং সংস্কৃতি কমে আসবে।”ইনশাআল্লাহ”
আপনার মতামত লিখুন :