আখাউড়ায় সিঁধ কেটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: ২০২০-০৬-১৯ ১২:১১:৪০ || আপডেট: ২০২০-০৬-১৯ ১২:১৩:০৮

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিঁধ কেটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা হয়েছে।
১৯(জুন)শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাঁতপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনায় চুরের দল দেশীয় অস্ত্রের মুখে সাতপাড়া গ্রামের বাড়ির মালিক মো:মান্নান মিয়াকে জিম্মি করে নগদ টাকা,মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক মো:মান্নান মিয়া(৬৫)জানান শুক্রবার রাত ৩টায় চুরের দল সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাকে মেরে মুখে কাপড় বেধে ভয় দেখিয়ে মালামাল চুরি করে নিয়ে যায়।
মান্নান মিয়ার ছেলে মো:রুবেল মিয়া জানান, চোরের দল সিঁধ কেটে ঘরে প্রবেশ করে নগদ ৫৫০০০টাকা,৩টি মোবাইল ফোন,৬ ভূরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মেদ নিজামী জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এ ব্যপারে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।