মেয়েদের হয়রানিকারী ফেইসবুক পেইজের বিরুদ্ধে তিন তরুণের উদ্যোগ


admin প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন /
মেয়েদের হয়রানিকারী ফেইসবুক  পেইজের বিরুদ্ধে তিন তরুণের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি:

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হ্যারাসমেন্ট বা হয়রানির প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে “মিমস ভিডিও” নামের বিভিন্ন ধরণের কনটেন্টের মাধ্যমে তরুণীদের অপমানজনক ও মানহানিকরভাবে উপস্থাপন করা অভিযোগ।
কুমিল্লার চৌদ্দগ্রামেও দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি ফেইসবুক পেইজ মেয়েদের নিয়ে অশালীন ও হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ করে আসছিল। বিষয়টি নজরে আসে সাইবার সিকিউরিটি সচেতন তিন তরুণের। তারা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের সিফাত, জুয়েল ও রিদয়।

সিফাত বলেন, প্রথমে সংশ্লিষ্ট পেইজ গুলিকে সতর্ক করেন। কিন্তু তবুও কার্যকলাপ বন্ধ না হওয়ায় ধাপে ধাপে তারা পেইজ গুলো ডিজেবল করে দেন। তাদের এই পদক্ষেপে বহু তরুণী হয়রানি থেকে রক্ষা পান এবং চৌদ্দগ্রামকে একটি বড় সামাজিক সংকট থেকে বাঁচাতে সহায়তা করা হয়।

চৌদ্দগ্রামের স্থানীয় বাসিন্দা ইলিয়াস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য তাদের এই ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। অনেকে মনে করছেন, যদি সিফাত-জুয়েল-রিদয় উদ্যোগ না নিতেন, তাহলে ভবিষ্যতে এসব পেইজ আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারত।