নিজস্ব প্রতিনিধি:
নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র ইফতার ও দোয়া মাহফিল। গত ১৫ মার্চ শনিবার জ্যকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
আয়োজক সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের আখন্দের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের অন্যতম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান।ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সমন্বয়ক কাজী আসাদ উল্লাহ, অন্যতম আহ্বায়ক মো. রুবেল হোসেন, কাউসার আহমেদ ও সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মোঃ ইনামুল হক এমডি, সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুছ সরকার, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদকমোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, নির্বাহী সদস্য মিয়া মোঃ দুলাল, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মিয়া মোঃ দাউদ, মিজানুর রহমান, তাসলিমা পাটোয়ারী, এমদাদুল হক মাস্টার, হাবিব খান চৌধুরী, শহীদ নূর, মো. আলা উদ্দিন, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।
ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেসভায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আগামী ৬ জুলাই ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র পিকনিক আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এবিষয়ে আয়োজক সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ কাদের ও মো. রুবেল হোসেন এবং সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওনকে দায়িত্ব প্রদান করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান হয়।
আপনার মতামত লিখুন :