চান্দিনায় বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন


admin2 প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন /
চান্দিনায় বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. রেদোয়ান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের সকল উন্নয়ন মুলক কাজে পাশে ছিলাম।২০০৮ সালের পর থেকে বিদ্যালয়ে তেমনি উন্নয়ন সাধিত হয়নি। বিদ্যালয়ের কাটামোগত উন্নয়নে বঞ্চনার শিকার হয় প্রতিষ্ঠানটি।এখন নতুন ভবন উদ্বোধন হয়েছে। আগামীতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন সহযোগিতার হাত থাকবে।

প্রফেসর এমএ সোহেল খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম,চান্দিনা উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি একেএম সামছুল হক মাষ্টার,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আশিষ কান্তি বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু,আলী মেম্বার,কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদার খোকা,মোয়াজ্জেম হোসেন,ভুলু মেম্বার,শামীমুল আলম ভুইয়া,হাফেজ মালেক,মনির হোসেন,আইয়ুব আলী,শামীম হোসেন,জহির মিয়া,মোহাম্মদ আলী, মো: উজ্জ্বল, তাজুল ইসলাম, তনু হাজী,আনিস,খোরশেদ প্রমুখ।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স বাবু এন্টারপ্রাইজ ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ১৯ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন।