ডাকসু ভিপি পদে পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা করছেন আবিদ
Simul Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন / ০
ডাকসু ভিপি পদে পরাজিত হলেও শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন আবিদ
শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন আবিদুল ইসলাম খান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচনে জয়লাভ করতে না পারলেও তিনি প্রচারণাকালে দেওয়া নিজের প্রতিশ্রুতির প্রতি অনড় থেকেছেন।
ভোটের আগে আবিদুল ইসলাম খান বলেছিলেন,
“ভিপি না হলেও আমি ক্যাম্পাসের শিক্ষার্থীদের হয়ে কাজ করে যাব।”
নির্বাচনের মাত্র পাঁচ দিন পরই তার বাস্তব প্রমাণ মিলেছে। তিনি নিজে ক্যাম্পাসে এসে একে একে বিভিন্ন হল ঘুরে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন, তাদের সমস্যা ও প্রয়োজনগুলো জানার চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন আবিদ
শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। অনেকেই লিখছেন,
“প্রতিশ্রুতি দিয়ে শুধু রাজনীতি নয়, কাজের মাধ্যমেও তা প্রমাণ করেছেন আবিদুল ইসলাম খান।”
রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার মাঠে পরাজয় সত্ত্বেও শিক্ষার্থীদের পাশে থাকার এই দৃষ্টান্তকে অনেকেই ইতিবাচক রাজনীতির একটি উদাহরণ হিসেবে দেখছেন। আবিদুল ইসলাম খানের এ ধরনের পদক্ষেপে তরুণ ভোটার এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আস্থার জায়গা তৈরি হচ্ছে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :