কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়াবাজার জোনের সচেতনতামূলক কর্মসূচি


admin প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন /
কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়াবাজার জোনের সচেতনতামূলক কর্মসূচি

মো: আব্বাস আলী:

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিচ্ছন্ন ও ময়লামুক্ত নগর গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে মিয়াবাজার জোন। সড়কের মাঝখানের ডিভাইডার পরিষ্কার করার উদ্যোগের অংশ হিসেবে গতকাল রবিবার (১৭ আগষ্ট) পথচারী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটের মাধ্যমে জনগণকে সতর্ক করা হয়, যেন কেউ সড়কের ডিভাইডারে বা মাঝপথে ময়লা-আবর্জনা না ফেলে।

মিয়াবাজার জোনের এডমিন সিফাত আজিজ বলেন, “শহরের সৌন্দর্য রক্ষায় জনসচেতনতা সবচেয়ে জরুরি। এজন্য আমরা প্রথমে প্রচারণা শুরু করেছি। এরপর শিগগিরই সরাসরি ডিভাইডার পরিষ্কারের কাজ শুরু করব।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে মানুষকে পরিচ্ছন্নতার প্রতি উৎসাহিত করার পাশাপাশি একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হবে। তারা আশা করছে, স্থানীয় জনগণও এতে সক্রিয়ভাবে অংশ নেবেন।