আবু সাঈদঃ
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে উপজেলার বাতাসি ইউনিয়নের বাতাঘাসী ইসলমিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে শহীদ আবু সাঈদ মুগ্ধ স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচে, বাতাঘাসী ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শওকত আকবর এসব কথা বলেন। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”এই স্লোগানকে সামনে রেখে, জুলাই আগস্টের বিপ্লবের স্মৃতি ধরে রাখার জন্য তরুণদের উদ্যোগ,বাতাঘাসি ইউনিয়নের তরুণ সমাজের আয়োজনে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ স্মৃতিচরণ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়।
মো : বিল্লাল হোসেন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাঘাসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাদেকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনিতিবিদ মোঃ উজ্জ্বল হোসেন রানা
বিশিষ্ট সমাজ সেবক ও রাজনিতিবিদ, ইঞ্জিনিয়ার শওকত আকবর,পৃষ্ঠপোষককতায় ছিলেন চার নং ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন ফরাজী,এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল্লাহ জিহাদি, এমদাদুল হক ভূঁইয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব স্তরের সাধারণ জনগন। ফুটবল টুর্নামেন্টে বাতাঘাসী দক্ষিণপাড়া একাদশ ১ – ০ গোলে বাতাঘাসী মধ্যপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আপনার মতামত লিখুন :