স্বাধীনতার পরে শেখ হাসিনা দুই বার পালিয়েছেন -আতিকুল আলম শাওন


admin2 প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ৪:০০ অপরাহ্ন /
স্বাধীনতার পরে শেখ হাসিনা দুই বার পালিয়েছেন -আতিকুল আলম শাওন

আবু সাঈদঃ

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ হাসিনা দুই বার পালিয়েছেন বলে মন্তব্য করেছেন চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওন।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ কৃষকদল চান্দিনা উপজেলা শাখার আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন- সারা বিশ্বে এমন কোনো নজির নেই যে, একটা দেশের প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও অধীনস্হ সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ একদিনে পালিয়ে যাওয়ার। উপর ওয়ালার একটা নীতি আছে, আল্লাহ ধরলে ছাড়েন না। ফ্যাসিস্ট ও খুনী হাসিনার দোষরদের অত্যাচারে আমরা প্রত্যেকেই কোন না কোনো ভাবে অতিষ্ট ছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হাসিনা ২ বার পালিয়েছেন, একবার ওয়ান ইলেভেনের সময় আরেকবার ২৪ এ। বেগম খালেদা জিয়া এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী ও একটি দলের চেয়ারপার্সন। তার চিকিৎসার জন্য তিনি ধারে ধারে দরখাস্ত করে ঘুরেও অনুমতি পান নি।
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সমালোচনা করে বলেন- ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে পাশ করে তিনি সংসদ সদস্য ও মন্ত্রী হন, পরে দুর্নীতির অভিযোগে তার মন্ত্রীত্ব চলে যায়। ওনার স্বার্থ চরিতার্থ করার জন্য বারংবার দল পরবর্তন করেছেন৷ বাজারে তরকারি বিক্রির মতো তিনি বিএনপি কে বিক্রি করার চেষ্টা করেছিলেন। তিনি এক এগারোর একজন হোতা। বিএনপিকে ভঙ্গুর কারীদের একজন। ২০০৮ সালে তিনি নৌকার নমিনেশন সাবমিট করেছিলেন। ওনি ওনার জীবদ্দশায় ইসলামী দল ছাড়া বাকি সব দল করেছেন৷ ওনি সুযোগ পেলে বিএনপি কে আবারো বিক্রি করে দিবেন। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে বাড়েরা ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা কৃষকদলের আহবায়ক মফিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন চান্দিনা পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র শাহ আলমগীর খান, চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা সুলতান মাহমুদ, চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, চান্দিনা পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুব আলম দোলন, উপজেলা মৎস দলের আহবায়ক ফজলুল সাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ডাঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফ খাঁন, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাজী নুরুল ইসলাম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক শাহজাহান মুন্সী, তাতীদলের আহবায়ক মোস্তফা কামাল খান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক খায়ের মৃধা, মহিলা দলের আহবায়ক জেসমিন আক্তার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের আহবায়ক বাবুল মিয়া, যুবদল নেতা ফরহাদ করিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান, আবু তাহের টিটু, মামুন, আবুল বাশার ভূঁইয়া প্রমুখ।