চান্দিনা উপজেলা সদরে পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; পৃথক ৫ মামলা, জরিমানা আদায়


admin2 প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ১:২৫ অপরাহ্ন /
চান্দিনা উপজেলা সদরে পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; পৃথক ৫ মামলা, জরিমানা আদায়
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কাঁচা-বাজার, মধ্য বাজার এলাকা সহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও মজুদের দায়ে  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(১) ধারায় পৃথক ৪ টি মামলায় ১০হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পার্কিং ও যাত্রী উঠানামা করানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৯০ ধারায় একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চান্দিনা বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তাছবীর হোসেন। চান্দিনা থানা পুলিশ এতে সহযোগিতা করেন।