মো. আবু সাঈদ:
২০০৬ সালের ২৮ শে অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামীর সমাবেশে আওয়ামীলীগের হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভা শাখা। শনিবার (২৬ শে অক্টোবর) চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হাসেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, অফিস সম্পাদক খায়রুল বাশার, শূরা ও কর্ম পরিষদ সদস্য মাজহারুল ইসলাম আতেকি, কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সেক্রেটারি শাকিল আহমেদ।
আপনার মতামত লিখুন :