চান্দিনায় বাটা’র শো-রুম উদ্বোধন


admin2 প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ১:০৪ অপরাহ্ন /
চান্দিনায় বাটা’র শো-রুম উদ্বোধন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা মধ্য বাজার কাপড়িয়া পট্টিতে পাদুকার অভিজাত ব্র্যান্ড বাটা’র শো-রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে কাপড়িয়া পট্টিতে ডা. রোছমত আলী সুপার মার্কেটের ২য় তলায় ওই শো-রুম করা হয়। এ উপলক্ষে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- চান্দিনা পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম ফরাজী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর মো. সহিদুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জিত নাহা, ফরহাদ করিম, নাছির খাঁন, মনির খাঁন, মো. শাহজালাল, শো-রুমের পরিচালক মাহাবুব আলম দোলন, ডা. রিপন কুমার নাহা, মো. রবিউল, মো. মোস্তফা, মার্কেট পরিচালক ডা. শহিদুল ইসলাম, ডা. হারুন, মো. মামুন, শরীফ খাঁন প্রমুখ।