চান্দিনায় বাড়েরায় বিএনপির গণসংযোগ ও পথসভা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন /
চান্দিনায় বাড়েরায় বিএনপির গণসংযোগ ও পথসভা

চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসংযোগ ও পথসভা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  বিকালে বাড়েরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে গনিপুর আবদুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন -কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন। 

এসময় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো.জুলফিকার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন। 

যুবদল নেতা হুমায়ুন কবির খোকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন -বাড়েরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন মেম্বার,  উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন -পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক কাউন্সিলর শহিদুজ্জামান সরকার, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর শাহজাহান সরকার, বাড়েরা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি বাবুল মিয়া,আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা.সাইফুল্লাহ বাপ্পি, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবি দল সদস্য সচিব ফজলুল সাত্তার,  যুবদল নেতা ফরহাদ করিম, মনির খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি এরশাদুল হক, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন প্রমুখ।