নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে এলাকার এক অস্বচ্ছল ও বেকার যুবক মোহাম্মদ আলীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বড়ইয়াকান্দি এলাকায় এ উদ্যোগের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান। তিনি বলেন, “যুব সমাজই একটি দেশের প্রকৃত শক্তি। তাদের সৃজনশীলতা ও উদ্যম যদি সমাজকল্যাণে কাজে লাগানো যায়, তবে কোনো তরুণই বেকার থাকবে না। বড়ইয়াকান্দি যুব সমাজের এই উদ্যোগ আমাদের সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন অস্বচ্ছল যুবকের মুখে হাসি ফোটানোই প্রকৃত উন্নয়ন। আমি চাই প্রতিটি গ্রামে এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক এবং যুবকেরা নিজের পায়ে দাঁড়াক, সমাজ স্বনির্ভর হোক। আমি সবসময় এমন জনকল্যাণমূলক কাজে অস্বচ্ছলদের পাশে থাকব ইনশাআল্লাহ।”
স্থানীয় যুব সমাজের এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান ও সচেতন তরুণরা যদি একসঙ্গে বেকার ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজ থেকে বেকারত্ব অনেকটাই কমে আসবে। বড়ইয়াকান্দি যুব সমাজের এই উদ্যোগ অন্য তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে প্রয়াস শুরু হয়েছে, তা যেন ধারাবাহিকভাবে এগিয়ে চলে এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় স্থানীয় সমাজসেবক দেলোয়ার হোসেন মাস্টার, আলামিন সরকার, হানিফ আবির, ইমরান, হৃদয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যরা।
আপনার মতামত লিখুন :