কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফের প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান


admin প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন /
কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফের প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে এই আসনে মনোনয়ন দিয়েছে দলটি। বুধবার (৫ নভেম্বর) গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নাজমুল হাসান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক হিসেবে পরিচিত। আন্দোলন চলাকালে ও পরবর্তীতে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য নিয়ে বক্তব্য দেওয়ায় তিনি ৬ মাস (১৮৩ দিন) কারাবরণ করেন। পরবর্তীতে ২০২২ সালে শহীদ আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে আবারও দুই মাস কারাগারে থাকেন।

এ ছাড়া ২০২৪ সালের ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময়ও তাকে গ্রেপ্তার করা হয়।
মনোনয়ন পাওয়ার পর নাজমুল হাসান বলেন,
“সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-১ আসনের সার্বিক পরিবর্তনের পথে নিতে চাই। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করা আমার অঙ্গীকার। সর্বোচ্চ চেষ্টা করব—সফলতার মালিক রাব্বুল আ’লামীন।”

গণ অধিকার পরিষদের এই প্রার্থী ঘোষণার মাধ্যমে কুমিল্লা-১ আসনে বর্তমান এমপি খন্দকার মোশাররফ হোসেনের বিপরীতে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলো।