নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি ও থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হাজী ইদ্রিসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
চাঁদাবাজি ও থানায় হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সাল বাদি হয়ে দায়ের করা মামলার ১১ নাম্বার আসামি তিনি।
সূত্র জানায়, গত ২৪ মার্চ মুরাদনগরের কোোম্পানীগঞ্জ এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় বাঁধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজ আবুল কালামের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলা করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাঁদার রশিদসহ আবুল কালাম নামের একজনকে আটক করে।
আটকের পরই আবুল কালামের অনুসারীরা কালামকে ছিনিয়ে নিতে থানায় হামলা করে। উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরও আক্রমণ করে।
এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত হাজী ইদ্রিস মামলার ১১ নাম্বার আসাসী।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ইদ্রিস নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ।
আপনার মতামত লিখুন :