নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়েছে, জুলুম এখনও পালায় নাই। দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোন নির্বাচন হবে না।
শুক্রবার সকাল ৯টায় ব্রাক্ষপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাক্ষপাড়া উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াত আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা ৫ আসনের
জামায়াতের প্রার্থী ড.মোবারক হোসেন।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, ব্রাম্মনবাড়িয়া জেলার সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম, উত্তর জেলা জামায়াতে
শুরা ও কর্মপরিষদ সদস্য মো.আব্দুল বারি, ব্রাক্ষনপাড়া উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াত নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন, মুফতী আব্দুল কাইয়ুম মজুমদার, কুমিল্লা মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য লুৎফর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলাম, ও ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল প্রমুখ।
আপনার মতামত লিখুন :