মুক্তিযুদ্ধে গোলাম আযমসহ জামায়াত নেতারা স্বাধীনতার বিরোধীতা করেছিল -ড. রেদোয়ান আহমেদ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন এদেশের ৯৯ ভাগ বাঙ্গালী স্বাধীনতাকামী ছিল, তখন জামায়াতের বড় নেতা গোলাম আযমসহ তার অনেক নেতা স্বাধীনতার বিরোধীতা করেছিল।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাষানী মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন- মহান স্বাধীনতা যুদ্ধে কিছু লোক স্বাধীনতার বিপক্ষে ছিল। আজকে যারা জামায়াত ইসলামের নেতৃত্ব দেন তাদের অনেকেরই তখন বাংলাদেশের বিরোধীতা করার বয়স ছিল না। তাদের বড় নেতা গোলাম আযম তখন এদেশের স্বাধীনতা চাননি। তার চারপাশে যারা উঠতি নেতা ছিল, যাদেরকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দেয়া হয়েছে, ভুল-শুদ্ধ কি করা হয়েছে আমি সেটা বলবো না। তবে তাদের মধ্য থেকে অনেকেই তখন সক্রিয় ভাবে পাকিস্তানী হানাদারদের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, এই জামায়াত ইসলামের নেতৃত্বে তখন আল-বদর, আল-সামস্ ও রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল। তাদের হাতে অস্ত্রদিয়ে বাঙ্গালীদের হত্যা করতে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিতে পাকিস্তানী হানাদারকে সহায়তা করার জন্য এই জামায়াত ইসলামী তখন সংঘবদ্ধ করেছিল। সুতরাং তারা (জামায়াত ইসলামী) স্বাধীনতা বিরোধী এতে কোন সন্দেহ নাই। পাকিস্তানী হানাদারদেরকে যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারিনা। আজ যারা জামায়াত ইসলামী করেন বা ইসলামী সংগঠন করেন তাদের মধ্যে হয়তো কেউ প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে তেমন কেউ নাই।
তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার’ এই তিন মূলনীতির উপর। শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে এদেশের গণতন্ত্র হত্যা করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তবে বাংলাদেশের মানুষ খুব অচিরেই গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং এদেশে প্রতিটি নাগরিককের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
এসময় তিনি ভারতের তীব্র নিন্দা করে বর্তমান প্রধানমন্ত্রী ভারতকে একটি হিন্দুত্ববাদী অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে বলে দাবী করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের নিঃসন্দেহে সহযোগিতা করেছে তার মানে এই নয় যে, আমরা তাদের দাসত্ব স্বীকার করবো।
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে বক্তৃতা করেন প্রভাষক সাইফুল ইসলাম বাবর, এম.এ সোহেল খান সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
পরে বিকেলে চান্দিনা পৌরসভার হারং উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ড. রেদোয়ান আহমেদ। পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :