চান্দিনায় মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


admin2 প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ন /
চান্দিনায় মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আবু  সাঈদ:

কুমিল্লার চান্দিনায় বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ১ম তলা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপ সহকারী প্রকৌশলী লক্ষন সূত্রধর, মাদ্রাসার দাতা সদস্য আব্দুর রহমান সরকার।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ কমিটির সভাপতি মাওলানা আবুল হাসেম, সহ সভাপতি আবু ইউসুফ আজাদ, সেক্রেটারি আবু তাহের, কোষাধ্যক্ষ কামরুল মৈশান সহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ।