চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন সাক্কু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি আলহাজ হাফেজ আবদুল মালেক, উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবে এলাহী।
বিশিষ্ট শিক্ষানুরাগী আশিষ কান্তি বিশ্বাস এর পৃষ্ঠপোষকতায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাইজখার ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সোহাগ সরকার, মো. শাহজালাল, মো. মিজানুর রহমান খোকন, তাপস বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুম বিল্লাহ্ ও মো. মহিব উল্লাহ। পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আপনার মতামত লিখুন :