আবু সাঈদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা শাখার কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রানীচড়ায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তরের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক তাসলিমুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
আপনার মতামত লিখুন :